বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘বেদের মেয়ে জোসনা’ গানের রিমেকে জন জাহিদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ২:২৫ পিএম

‘বেদের মেয়ে জোসনা’ একটি খাঁটি বাংলাদেশী চলচ্চিত্র। যেটি ১৯৮৯ সালে মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় এখনও শীর্ষেই অবস্থান ছবিটির। শুধু তাই নয়, বাংলাদেশের প্রেক্ষাগৃহে তুমুল জনপ্রিয়তার পর চলচ্চিত্রটি ভারতের পশ্চিমবঙ্গেও রিমেক করা হয়। ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ শিরোনামে ছবিটিতে একটি গান ছিলো। যে গানটির জনপ্রিয়তা এখনও রয়েছে আকাশ সমান।
‘বেদের মেয়ে জোসনা’ ছবির রিমেকের পর সম্প্রতি ছবিটির জনপ্রিয় ওই গানটিরও রিমেক হয়েছে। শওকত আলী ইমনের সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন বেলী আফরোজ। এতে বেলী আফরোজের সঙ্গে মডেলিং করেছেন জন জাহিদ। ‘বেদের মেয়ে জোসনা রিটার্নস’ শিরোনামের এই গানটির কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব রহমান। ইতোমধ্যেই গানটি মিউজিক লেভেল সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
গানটিতে মডেলিং এবং ব্যক্তিগত নানা বিষয়ে ইনকিলাবের সঙ্গে কথা বলেছেন জোসনা রিটার্নসের মডেল জন জাহিদ। তিনি জানিয়েছেন, ‘২০০৯ সালে ডান্সের মাধ্যমে মিডিয়াতে যুক্ত হয়েছি। মাঝে পড়া লেখার জন্য কিছুটা বিরতি নিয়েছিলাম। বিজিএমইএ থেকে ফ্যাশান ডিজাইনের উপর গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। এমবিএও করা হয়েছে। এছাড়া অভিনয়ের উপর মুম্বাই এবং টাকিজ থেকে তালিমও নিয়েছি। পড়ালেখার পাশাপাশি মডেলিংয়েও সময় দিয়েছি নিয়মিতই। কাজ করেছি বেশ কিছু টেলিভিশন নাটকে। এছাড়া বড় বাজেটের অসংখ্য মিউজিক ভিডিওতেও কাজ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বেদের মেয়ে জোসনা রিটার্নসে কাজ করা হয়েছে। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
জন জাহিদ আরও বলেছেন, ‘ছোট পর্দায় কাজ করলেও লক্ষ রয়েছে চলচ্চিত্রের দিকে। বাংলাদেশ চলচ্চিত্রে নতুন ধারার কাজ শুরু হয়েছে। এক দিন হয়তো আমার কাছেও ভালো কাজ ধরা দেবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন