শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউরোপ অ্যাডভেঞ্চারে ‘মোটু পাতলু’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৬ এএম

উপমহাদেশের শিশুদের প্রিয় কার্টুন সিরিজ ‘মোটু পাতলু’ উপমহাদেশ ছাড়িয়ে এখন আন্তর্জাতিক মাত্রা পাচ্ছে। এরই মধ্যে লন্ডনের মাদাম ত্যুসো মোম জাদুঘরে সিরিজের দুই প্রধান চরিত্র মোটু পাতলু’র মোম মূর্তি স্থান করে নিয়েছে। এরপর নির্মাতারা ‘মোটু পাতলু’র ইউরোপ অ্যাডভেঞ্চার শুরু করতে যাচ্ছে। এনিমেশন স্টুডিও কসমস-মায়ার ‘মোটু পাতলু’কে নিয়ে তাদের ভবিষ্যতের পরিকল্পনার ঘোষণা দিয়েছে স¤প্রতি। কসমস-মায়ার প্রতিষ্ঠাতা কেতন মেহতা বলেছেন, “আমরা এখন ‘মোটু পাতলু’র ইউরোপে অবস্থান নিয়ে কাজ করছি। সারা বিশ্ব আমাদের লক্ষ্য।” জনপ্রিয় ‘মোটু পাতলু’র চরিত্রগুলো মাদাম ত্যুসো ছাড়াও ইউরোপের বেশ কিছু মোম জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে। তারপরই শুরু হবে ‘দি অ্যাডভেঞ্চার অফ মোটু পাতলু ইন ইউরোপ’-এর কাজ। “জনপ্রিয় ‘মোটু পাতলু’র আইপি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) স্রষ্টা এবং তদারককারী হিসেবে এই ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাবার জন্য এটি আমাদের নতুন উদ্যোগ তাই এনিমেশনের মানকে আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হবে,” মেহতা বলেন। এ পর্যন্ত ‘মোটু পাতলু’র ৮০০টি পর্ব আর ২০টি ফিল্ম নির্মিত হয়েছে। এছাড়া ‘ইনস্পেক্টর চিংগাম’ এবং ‘গুড্ডু’ নামে স্পিন-অফ নির্মিত হয়েছে। বর্তমানে এই সিরিজ অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন