নরসিংদীর মনোহরদীতে শেখ শাহিন (২৭) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে মনোহরদী থানা পুলিশ উপজেলার দশদোনা এলাকার বিজিএল ইটভাটার পরিত্যাক্ত ঘর থেকে এ লাশ উদ্ধার করেছে। শেখ শাহিন একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের শেখ মিলনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় কয়েকজন মহিলা ইটভাটা ও তার আশপাশে লাকড়ি কুড়াতে যায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে নরসিংদী মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে দুদিন আগেই সেখানে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবেনা। নিহতের পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ দাখিল করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন