টিভি অভিনেত্রী সৌম্য ট্যান্ডন সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন। তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মের জন্য বিদেশি চলচ্চিত্রের ওপর তথ্য সংগ্রহ করার জন্য সেখানে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন কান-এর অভিজ্ঞতায় তিনি অভিভূত।
ভারতের একটি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে সৌম্য বলেন, “আমি সেখানে অনেক প্রযোজকের সঙ্গে দেখা করেছি। একদিন মোনাকোতেও কাটিয়েছি।”
তিনি জানান, ভারতের একটি চলচ্চিত্রও প্রতিযোগিতার জন্য বাছাই হয়নি আর যে কেউই কান-এ চলচ্চিত্র প্রদর্শন করতে পারে, আবেদন করলেই চলে। শুধু সেখান থেকে প্রতিযোগিতার জন্য যদি চলচ্চিত্র বাছাই করা হয় তাহলেই সম্মান।
সৌম্য এই সাক্ষাৎকারে তার একান্ত জীবন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। টিভির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি মন্তব্য করেন এখনকার সব ফিকশন শোই একটি অন্যটির অনুরূপ।
অভিনেত্রীটি এখন অ্যান্ডটিভির ‘ভাবি জি ঘার পার হ্যায়’ সিরিয়ালের অনিতা ভাবির ভূমিকায় অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন