বিনোদন ডেস্ক : নতুন একটি সিনেমার প্লেব্যাক করলেন ফোকস¤্রাজ্ঞী মমতাজ। গত ৩০ মে শাহ মোহাম্মদ সংগ্রামের ‘বাসর হলো মাটির ঘরে’ সিনেমার একটি যাত্রা পালার গানে কণ্ঠ দেন তিনি। কবির বকুলের কথায় গানটির সঙ্গীতায়োজন করবেন শওকত আলী ইমন। নির্মাতা জানান, ঈদের পরপরই সিনেমাটির শুটিং শুরু করবো। এ কারণে শুটিংয়ের আগেই সবগুলো গানের রেকর্ডিং স¤পন্ন করছি। এর আগে দুইটি গানের রেকর্ডিং করেছি। একটিতে কণ্ঠ দিয়েছিলেন রফিকুল আলম ও সাবিনা ইয়াসমিন, আরেকটিতে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী ও রুনা লায়ল। উল্লেখ্য, মমতাজ সর্বশেষ প্লেব্যাক করেন মিজানুর রহমান লাবুর তুখোড় সিনেমায়। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন