বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে একটি ঈদ ধারাবাহিকের শুটিংয়ের জন্য একঝাঁক তারকা গেলেন নেপালে। এদের মধ্যে রয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তারিন, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, জ্যোতিকা জোতি, নাজিরা মৌ, কল্যাণ কোরাইয়া, শামীমা তুষ্টি, তানভীর ও নেহা। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও তার স্ত্রী ইভা রহমানের সাতটি গানের কথা নিয়ে সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘তোমার চোখে দু’চোখ রেখে’ নির্মিত হবে। গানগুলোর নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু। নির্মাণ করছেন বি ইউ শুভ। তারিন বলেন, ‘এ নাটকে কাজ করার মূল কারণ হচ্ছে আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তা একেবারেই নতুন একটি চরিত্র। এর আগে এমন চরিত্রে আমাকে অভিনয় করতে দেখা যায়নি। বেশ মজার একটি চরিত্র, তাই কাজটি করছি। পাশাপাশি এ নাটকে সিনিয়র শিল্পীসহ নতুন প্রজন্মের অনেকেই আছে।’ আনিসুর রহমান মিলন বলেন, ‘এর আগে দেশের বাইরে এত বড় কোনো ইউনিটের সঙ্গে আমার কাজ করা হয়ে ওঠেনি। সেদিক বিবেচনায় আমি খুবই আনন্দিত এই ইউনিটের একজন হতে পেরে। আমরা সবাই যথেষ্ট আন্তরিক এবং আমরা শেষমেশ ভালোভাবেই কাজটি শেষ করে আসতে পারব।’ পরিচালক বিইউ শুভ জানান, ঈদে এটিএন বাংলায় সাত দিন সাত পর্ব প্রচার হবে। শুটিং শেষে পুরো ইউনিট ঢাকায় ফিরবে ৬ জুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন