অভিনেত্রী-লেখিকা মিন্ডি ক্যালিং জানিয়েছেন মারভেল স্টুডিওস মিজ মারভেল ওরফে কামালা খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। যদি তাই ঘটে তাহলে কামালা খান হবে প্রথম মুসলমান সুপারহিরো। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী মিন্ডি জানিয়েছেন মারভেলের সঙ্গে তাকে এই বিষয়ে আলাপ হয়েছে এবং প্রয়োজনে তিনি এই প্রজেক্টে সহায়তা করবেন। ক্যালিং (৩৯) বলেন, “আমি মারভেলের যে মানুষদের সঙ্গে কথা বলেছি তারা খুবই আগ্রহী এবং কীভাবে চলচ্চিত্রটি নির্মাণ করা যায় তা নিয়ে ভাবছে আর আমি তাদের জানিয়েছি যেভাবে সম্ভব আমি তাদের এই বিষয়ে সহায়তা করতে আগ্রহী।” “মনে হল তারা খুবই আগ্রহী এবং কিছু একটা করবেই। এখন যেহেতু তাদের স্ট্রিমিং মাধ্যম আছে, সেরকম কিছুও হতে পারে, তবে তা যে কতটা রোমাঞ্চকর হবে তা তারা জানে।” ক্যালিং জানিয়েছেন, তিনি এখনও জানেন না তার কী ভূমিকা থাকবে। এছাড়া কোন মাধ্যমে এটি নির্মিত হবে সেই ধারণাও নেই তার। তিনি আরও জানিয়েছেন, যদি চলচ্চিত্ররূপ দেয়া হয় কিশোর বয়সী কামালার ভূমিকায় এখনও অজানা কোনও অভিনেত্রী অভিনয় করবেন। মিজ মারভেল ওরফে কমালা খান চরিত্রটি ২০১৪তে সৃষ্টি করেছেন জি উইলো উইলসন, ছবি এঁকেছেন এড্রিয়ান অ্যালফোনা এবং সম্পাদনা করেছেন সানা আমানত আর স্টিফেন ওয়াকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন