আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম ধাপে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাওয়ালগড়, মির্জাপুর, পিরুজালী ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা পরিষদ নির্বাচনে এবার ১১৭৪৭৫ জন ভোটার ইভিএম (ইলেকটিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট প্রদান করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করছেন:
নৌকা:
এ প্রতীক নিয়ে লড়ছেন বৃহত্তর গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট রীনা পারভীন। তিনি পিরুজালীর মেয়ে ও বাড়িয়ার বধূ।
ঘোড়া:
এ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান চৌধুরী মিলন। মির্জাপুর ইউনিয়নের ডগরী’র বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ছাড়াও মোটরসাইকেল প্রতীকে আতিকুজ্জামান মোহাম্মদ আতিক প্রার্থী হয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকে নির্বাচন করলেও নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীনকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারনা থেকে বিরত রয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে যারা লড়ছেন:
তালা:
এ প্রতীকে লড়ছেন ভাওয়ালগড় ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রিয়াজ উদ্দিন রিয়াজ। বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকার এ বাসিন্দা ব্যাপক প্রচারনা চলাচ্ছেন।
উডোজাহাজ:
এ প্রতীকে নির্বাচন করছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম (জুয়েল ডালী)। বাড়িয়া ইউনিয়নের দিগধা গ্রামের এ প্রার্থী ছাত্র সামাজের কাছে প্রিয়জন।
চশমা:
এ প্রতীকে সাবেক বৃহত্তর মিজাপুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের সদস্য এবং ইংরেজি দৈনিক ‘‘বাংলাদেশ পোষ্ট’’ পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব। ডগরী গ্রামের এ বাসিন্দা ব্যাপক প্রচার- প্রচারনা চালাচ্ছেন।
টিউবওয়েল:
এ প্রতীক নিয়ে লড়ছেন গাজীপুর জজ কোটে’র আইনজীবি অ্যাডভোকেট মঞ্জুরুল করিম। ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর গ্রামের এ বাসিন্দা প্রচার প্রচারনায় মাঠে রয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী হচ্ছেন:
পদ্মফুল:
এ প্রতীকে লড়ছেন গজীপুর মাহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক সদস্য সাহিদা আক্তার জসুদা। ভবানীপুর গ্রামের এ বাসিন্দা রাজনৈতিক ও সামাজিক কাজে সক্রিয় রয়েছেন। তিনি দিন-রাত প্রচারনা চালয়ে যাচ্ছেন।
ফুটবল:
এ প্রতীকে লড়ছেন ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের সহধর্মীনি ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার। ভাওয়ালগড় ইউনিয়নের ধলিপাড়া গ্রামের এ বধু নির্বাচনে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
কলসি:
এ প্রতীকে লড়ছেন সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সদস্য ও পিরুজালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সাজেদা সুলতানা।
শিল্প প্রধান এ অঞ্চলের ভোটারা উৎসবে মুখর পরিবেশে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন