শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন করে ট্যুর শুরু করবে গানস এন’ রোজেস

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

মার্কিন হার্ড রক ও হেভি মেটাল ব্যান্ড গানস এন’ রোজেস নতুন করে পারফর্ম করার ঘোষণা দিয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত তারা আটটি পারফর্মেন্সে অংশ নেবে। ২০১৬তে শুরু হওয়া ব্যান্ডের ‘নট ইন দিস লাইফ টাইম’ রোড ট্রিপ শুরু হবার পর থেকেই জল্পনা কল্পনা চলছিল তারা যুক্তরাষ্ট্রে আরও বেশি স্টেজ পারফরমেন্স করবে; সেই সময়ই অ্যাক্সল রোজের সঙ্গে স্ল্যাশ আর ডাফ ম্যাকেগান ব্যান্ডে যোগ দিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আর ধারণা করা হচ্ছে গানস এন’ রোজেস এর পরই নতুন অ্যালবাম রেকর্ডের কাজে হাত দেবে। গিটারিস্ট স্ল্যাশ গত মাসে নিশ্চিত করেছেন নতুন অ্যালবামের কাজ শুরু হয়েছে তবে খুব বেশি এগোয়নি। তিনি সে সময় বলেন, “আসছে শরতে আমাদের সফর শেষ হলে আমরা কাজ শুরু করব যা পরিণত হবে গানস এন’ রোজেসের পরবর্তী রেকর্ড।” গানস এন’ রোজেস ১৯৮৫ সালে লস অ্যাঞ্জেলেসে গঠিত হয়। সময়ে তারা পরিণত হয় প্রথম সারির রক ব্যান্ডে। ‘নভেম্বার রেইন’, ‘প্যারাডাইস সিটি’, ‘সুইট চাইল্ড ও’ মাইন’, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গানের কয়েকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন