শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘বিগ বস ১৩’ সহ-সঞ্চালনায় অনুপ জালোটা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম মৌসুম শুরু হতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর। আগের বারের মত এবারও বিতর্কিত আর জনপ্রিয় অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান খান। এরই মধ্যে অনুষ্ঠানের অংশগ্রহণকারী কারা হবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। জেরিন খান, রানি চ্যাটার্জি, করণ পাটেল, জয় ভানুসালি এবং আরও কয়েকজন সেলিব্রিটিকে অনুষ্ঠানে অংশ নেবার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ‘বিগ বস ১৩’ নিয়ে সর্বশেষ খবর হল গজল গায়ক অনুপ জালোটা সালমান খানের সঙ্গে অনুষ্ঠানটি সহ-সঞ্চালনার দায়িত্ব পালন করতে পারেন। অনুপ এক সাক্ষাতকারে বলেছেন, “আমি বিগ বস হাউসে যাচ্ছি। আমি অনুষ্ঠানটি সহ-সঞ্চালনা করতে পারি।” কাকে তিনি জুটি হিসেবে পেতে চান জানতে চাইলে তিনি বলেন, “ক্যাটরিনা কাইফ”। অনুপ ‘বিগ বস ১২’র সবচেয়ে আলোচিত প্রতিযোগী ছিলেন। বিশেষ করে তার শিষ্যা জাসলিন মাথারুর সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক নিয়ে গত অনুষ্ঠানে জোর আলোচনা হয়েছে। মৌসুম শেষ হওয়া পর্যন্ত এই জুটি আলোচনার কেন্দ্রে ছিলেন। অনুপ আরেক সাক্ষাতকারে বলেছেন জাসলিনকেও এই অনুষ্ঠানে অংশ নেবার অফার দেয়া হয়েছে, জাসলিনের বাবা তাকে অনুরোধ করেছেন গুরু-শিষ্যা জুটি হয়ে তারা যেন অংশ নেন। আগের মৌসুমে অনুপ জাসলিনকে তার শিষ্য হিসেব উল্লেখ করলেও জাসলিন তাকে তার প্রেমিক হিসেবেই পরিচয় দিতেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন