বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কিশোরগঞ্জে চয়ন হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:১৮ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এরশাদুল হক চয়ন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবদুর রহীম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের সবাই উপস্থিত থাকলেও একজন পলাতক ছিলেন।

তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্তদের পরিচয় জানা যায়নি।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। এর পর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।

চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জাহিদুল ইসলাম রতনের ছেলে। এ হত্যাকাণ্ডের পর দিন নিহত চয়নের বাবা হোসেনপুর থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন