বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আর্জেন্টিনার কোপা মিশন এখনো শুরু হয়নি : স্কালোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৪:৫২ পিএম

রাত পোহালেই কোপা আমেরিকায় আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ। প্যারুগুয়ের বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন এখনো শুরু হয়নি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে ফেবারিট আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজয় দিয়ে এবারের কোপা আসর শুরু করে লিওনেল মেসির দল। এই পরাজয়ে কলম্বিয়া, কাতার ও প্যারাগুয়ের পর লিওনেল মেসির দল এখন গ্রুপ-‘বি’র একেবারে তলানিতে অবস্থান করছে।
স্কালিনো বলেন, তার দল পরাজয় মেনে নিয়ে বেলো হরিজেন্তেতে পরবর্তী ম্যাচে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছে। ম্যাচটিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমাদের জন্য কোপা এখনও শুরু হয়নি। গ্রুপের প্রতিটি দলই ভাল খেলছে। অবশ্যই টুর্নামেন্টের শুরুটা আমাদের ভাল হয়নি। কিন্তু খেলোয়াড়রা জানে তাদের সামনে এখনো গ্রুপের দুটি ম্যাচ বাকি আছে।
সংবাদ সম্মেলনে তিনি মূল একাদশ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও সাবেক এই আর্জেন্টাইন আশা প্রকাশ করেছেন প্যারাগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট তার দল আগের তুলনায় আরো বেশী ধারাবাহিকতা প্রমান করবে। কাতারের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে প্যারাগুয়ে টুর্নামেন্ট শুরু করেছিল।
স্কালোনি বলেছেন, ‘কলম্বিয়ার বিপক্ষে ৩০ মিনিট আমরা যেভাবে খেলেছি বেশীরভাগ জয়ী দল এখন পর্যন্ত সেই আধিপত্য দেখাতে পারেনি। আমরা যদি গোল করতে পারতাম তবে ম্যাচের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু দূর্ভাগ্যবশতঃ আমরা কোন গোল পাইনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন