শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বর্তমান নির্বাচন কমিশন সরকারের তাবেদার ও কোমড় ভাঙ্গা -মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৫:৪৭ পিএম

বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের তাবেদার ও কোমড় ভাঙ্গা কমিশন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই কমিশনকে পরিবর্তন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন।
মির্জা ফখরুল অভিযোগ করে করেন, সরকার বিচার বিভাগে নিয়ন্ত্রণ করে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সেই নির্দেশনায় খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত একটি স্কুল মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, বন্দুক, পিস্তল ও রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে আলীগ ক্ষমতায় বসে আছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি আবারো ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
নেতা কর্মীদের হতাশার বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে উৎসাহিত করতে তিনি, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির অতীত ইতিহাস তুলে ধরেন এবং আবৃত্তি করেন বিশ^কবির সেই কবিতা , ওগো বিহঙ্গ মোর,এখনই অন্ধ বন্ধ করো না পাখা।
উপজেলা বিএনপির সভাপতি মো: রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষকদলের সভাপতি আনেয়ারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের অহবায়ক মাহবুবুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ ।
তৃনমুলে দল সুসংগঠিত করতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ৫টি উপজেলায় কর্মী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গত রবিবার শুরু হওয়া এই সাংগঠনিক সফর ৮টি কর্মীসভার মধ্য দিয়ে শেষ হয় বুধবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন