বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার একুশে টেলিভিশনে প্রচার হবে তানভীন সুইটি এবং দীপা খন্দকার এর রান্নার অনুষ্ঠান ‘কুকিং জোন’। প্রথমবারের মত কোন টেলিভিশনের জন্য এক সাথে উপস্থাপনা করলেন তানভীন সুইটি এবং দীপা খন্দকার। অনুষ্ঠানটিতে এই তারকাদ্বয় তাদের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে উপস্থাপন করবেন মজাদার সব রান্নার রেসিপী এবং পদ্ধতি। রান্নার ফাঁকে ফাঁকে চলবে দুজনের গল্প আর আড্ডা। রান্নার বিভিন্ন রেসিপির পাশাপাশি গল্প আর আড্ডার মাধ্যমে নিজেদের পারিবারিক জীবন, মিডিয়ায় কাজের বর্তমান ব্যস্ততা এবং বন্ধুত্বের নিপুণতা তুলে আসবে অনুষ্ঠানটিতে। দীপু হাজরার প্রযোজনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন