বিনোদন ডেস্ক : ঈদে আসছে এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জে. আলমের মিউজিক ভিডিও। ‘বলবো বলে বলিনি কখনো’ শিরোনামে গানটির শুটিং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এখন চলছে। অত্যন্ত যতœ ও পরিশ্রম করে ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ করছেন জসিম উদ্দিন জাকির। বাহাউদ্দিন রিমন এর কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন একাত্ব রহমান। এ সময়ের শ্রোতাদের কথা চিন্তা করেই গানটির কথা সুর ও সঙ্গীতায়োজন করা হয়েছে। জে. আলম জানান, নতুন যে গানটি করা হয়েছে এবং এর দৃশ্যধারণের কাজ চলছে, তা গানের কথা ও সুরের সাথে সমন্বয় করেই করা হচ্ছে। তিনি বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন শ্রোতারা যদি শোনার সাথে দেখার অর্থ খুঁজে না পান, তবে গানটি ব্যর্থ হয়ে যেতে পারে। এর চেয়ে শুধু অডিওতে শোনাই ভালো। এতে শ্রোতারা যার যার নিজস্ব কল্পনা দিয়ে দৃশ্যায়ন করে নিতে পারেন। আর যদি গানটির তৈরি করা ভিডিও গানের কথা ও সুরের সাথে সমন্বয় এবং তাদের কল্পনাকে ছাড়িয়ে না যায়, তবে তা অর্থহীন হওয়ার শঙ্কা থাকে। এ বিষয়টি মাথায় নিয়েই গানটির চিত্রনাট্য ও দৃশ্যায়নের কাজ করা হচ্ছে। এজন্য আমরা গানটির মিউজিক ভিডিওতে কোনো ধরনের ছাড় দিচ্ছি না। এতে বাজেট বেড়ে গেলেও একটি ভাল গান শ্রোতাদের উপহার দেয়ার তৃপ্তি রয়েছে। আশা করি, দর্শক গানটির সাথে তাদের কল্পনার সমন্বয় ঘটিয়ে উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ভিডিওটি নির্মাণে প্রোজোযনা করছে বি ট্রাস্ট মাল্টিমিডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন