বিনোদন ডেস্ক : চিত্রনায়ক আরেফিন শুভর ক্যারিয়ার শুরু হয় মূলত র্যাম্প মডেলিং ও বিভিন্ন ফ্যাশন হাইজের ফটোশুটের মাধ্যমে। তারপর টিভি নাটক ও বিজ্ঞাপন, অতঃপর চলচ্চিত্র। এখন চলচ্চিত্রেই তিনি ব্যস্ত। তবে ফ্যাশন হাউজের ফটোশুটের প্রতি তার আগ্রহ এখনও রয়ে গেছে। তাই আবারও একটি ফ্যাশন হাউজের ফটোশুটে অংশগ্রহণ করলেন। সম্প্রতি ইজি নামের একটি ফ্যাশন হাউজের ঈদ কালেকশন পোশাকের ফটোশুটে অংশগ্রহণ করেছেন তিনি। শুভ বলেন, দুই বছর পর কোনো ফ্যাশন হাউজের মডেল হলাম। ইজি আমার খুবই ভালো লাগার একটা ব্র্যান্ড। তাদের কাজ করতে সবসময়ই ভালো লাগে। এর আগেও এই প্রতিষ্ঠানের ফটোশুটে অংশগ্রহণ করেছিলাম। শীঘ্রই ঢাকাসহ সারাদেশে ইজির শো-রুম ও বিলবোর্ডে ছবিগুলো শোভা পাবে। ফটোশুটের ছবি তুলেছেন চন্দন সিনহা রায় চৌধুরী। এদিকে কলকাতায় ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে শুভর নতুন সিনেমা নিয়তি। জাকির হোসেন রাজুর পরিচালনায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকার জলি ও কলকাতার ঈষানী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন