বিনোদন ডেস্ক : আরাফাত তার দাদুর সাথে এক ফ্ল্যাটে বসবাস করে। দাদুর অনেক পুরনো একটা আয়না আছে যেটা কিনা রহস্যময়। কিন্তু রহস্যের কথা দাদু তাকে বলে যেতে পারেননি। একদিন আরাফাতের বান্ধবী অরনী গাড়ি এক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই আয়নার সামনে দাঁড়ায় আরাফাত। তখন তার প্রতিবিম্ব তাকে বলে, এই আয়না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তিন বার অতীতে যাওয়া সম্ভব। সে অনুযায়ী আরাফাত তিনবার অতীতে ভ্রমণ করে অরনীকে বাঁচিয়ে তোলার জন্য। কিন্তু অতীতে যাওয়ার এই সময়ের ব্যবধানেই ঘটে যায় অঘটন। আরাফাত দেখতে পায় অরনীর মৃত্যুর জন্য আসলে সে নিজেই দায়ী। তারই গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিলো অরনী- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আয়না রহস্য’। ময়ূখ বারীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী প্রমুখ। আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন