আশিক বন্ধু : চলচ্চিত্রে নতুনদের আগমন ধারায় আরেক সম্ভাবনাময় নায়কের যাত্রা শুরু হয়েছে। ক¤িপউটার সায়েন্সে গ্রাজুয়েট করা এই সম্ভাবনাময় নায়কের নাম শিবলী নোমান। তরুণ চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান লাবুর প্রথম পরিচালিত সিনেমা তুখোড়-এর মাধ্যমেই তারা যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমাটিতে শিবলীর প্রাথমিক পারফরমেন্স নির্মাতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তার মধ্যে অপার সম্ভাবনা দেখতে পেয়েছেন। অনেকেই বলছেন, শিবলী যদি নিজেকে যথাযথভাবে যোগ্য করে তুলতে পারেন, তবে চলচ্চিত্রে একটা শক্ত ভিত্তি স্থাপন করতে সক্ষম হবেন। আগামী দিনের নায়কে পরিণত হবেন। শিবলীও নিজেকে সেভাবেই প্রস্তুত করে তুলছেন। প্রাথমিক প্রস্তুতি পর্বও সেরেছেন এবং চর্চা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে মঞ্চদল প্রাচ্যনাটে অভিনয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন। সিনেমার অপরিহার্য অনুষঙ্গ নাচ ও ফাইট শিখেছেন এবং চর্চা করছেন। বোঝা যাচ্ছে, চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই তরুণের যথেষ্ট আগ্রহ এবং লক্ষ্য রয়েছে। নিজেই বলেছেন, চলচ্চিত্রে টিকে থাকতে এসেছি। প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছি। সবাইকে বুঝিয়ে দিতে চাই, চলচ্চিত্র ছাড়তে নয়, ধরে রাখতে এসেছি। ভাল কাজ করে এ মেসেজটা দিতে চাই। তবে তাড়াহুড়ো করতে চাই না। যা করবো দর্শকের মনে রাখার মতো চলচ্চিত্র করব। গল্প পছন্দ হলে করবো। না হলে করবো না। একজন প্রফেশনাল আর্টিস্ট হয়েই টিকে থাকতে চাই। চলচ্চিত্রের বাস্তবতাও শিবলী উপলব্দি করছেন। পথটি যে সহজ নয়, তাও মাথায় রেখেছেন। অকপটেই বললেন, চলচ্চিত্র বড় মাধ্যম। বড় মাধ্যমে পথচলা কঠিন হবেই। তবে লক্ষ্যে অবিচল থেকে এ পথ পাড়ি দিতে আমি বদ্ধপরিকর। নিজের সবটুকু পরিশ্রম ও সাধনা দিয়ে এ পথ অতিক্রম করব। আমার লক্ষ্য, সিনেমা জগতকে জয় করা। দর্শকদের মনের মতো সিনেমা উপহার দেয়া। আমি কাজ করে এর প্রমাণ দেবো। এজন্য চলচ্চিত্রের সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে বড় বড় প্রযোজনা সংস্থার। তারা নতুনদের কাজ করার সুযোগ দিলে অবশ্যই চলচ্চিত্রে তারা ঠাঁই করে নিতে পারবে। এ সুযোগ পেলে আমরা যারা নতুন, সর্বোচ্চ পরিশ্রম করার মতো অনুপ্রেরণা ও সাহস পাবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন