বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দনিয়া সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘মুক্তিযুদ্ধের চেতনা-অসাম্প্রদায়িক বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে ৩ জুন, শুক্রবার দনিয়া সাংস্কৃতিক জোট আয়োজন করতে যাচ্ছে দ্বি-বার্ষিক সম্মেলন। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে দনিয়া এ. কে. স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুর রহমান মোল্লা, সংসদ সদস্য, ঢাকা-৫। সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সভাপতি নাট্যজন লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কামউল্লাহ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের ঢাকা মহানগরীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ গিয়াস এবং বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সম্পাদক (অর্থ) মীর জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সম্মেলন কমিটির আহŸায়ক মহসীন হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সদস্য সচিব ইকবাল হাফিজ। সম্মেলনে সভাপতিত্ব করবেন মো. শাহনেওয়াজ। দুপুর ১২ টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিল অধিবেশনের পাশাপাশি প্রাঙ্গণ জুড়ে দনিয়া সাংস্কৃতিক জোটভুক্ত ৩৫টি সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়াও বাংলাদেশ পথনাটক পরিষদের প্রযোজনা মান্নান হীরার রচনা ও নাসির উদ্দীন ইউসুফের পরিচালনায় পথনাটক ‘শিকারী’ পরিবেশিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন