বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

১ ভারত
২ গেম ওভার
৩ খামোশি
৪ পিএম নরেন্দ্র মোদি
৫ ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড

গেম ওভার
আশ্বিন শ্রাবণন পরিচালিত থ্রিলার ফিল্ম।
স্বপ্নার (তাপসি পান্নু) পেশায় একজন ভিডিও গেম ডিজাইনার। তার জীবনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় যার পর থেকে সে অন্ধকার আর একা থাকতে ভয় পায়, হুইলচেয়ারে চলাফেরা করতে হয় তাকে। একটি নির্জন বাড়িতে একজন কাজের মেয়েকে নিয়ে সে বসবাস করে। নিজের মত থাকে সে কিন্তু ২৪ ঘণ্টা তাকে আতঙ্কে থাকতে হয়। এর মধ্যে তার জীবনে ঘটে যাওয়া ঘটনার এক বছর পূর্তি হতে যাচ্ছে আর তার আতঙ্কও বাড়তে থাকে মনোবিজ্ঞানীরা একে বলে অ্যানিভার্সারি রিয়েকশন অর্থাৎ স্বপ্নার আতঙ্কে সেই ঘটনাটি আবার ঘটবে। এমনিতে সে ভীষণ আতঙ্কে সময় কাটাচ্ছে তার ওপর শহরে কয়েকটি খুন হয় আর আক্রান্তরা সবাই তরুণী আর তাদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। স্বপ্নার আতঙ্ক স্বাভাবিকভাবেই বেড়ে যায় আরও। এর পরের টার্গেট কি স্বপ্না?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন