বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে

ফরিদপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১১:৫৩ এএম

“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগানে শনিবার সকাল থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৯ এর আওতায় ফরিদপুরের শিশুদের টিকা খাওয়ানো শুরু হয়েছে।

সকালে ফরিদপুরে জেনারেল হাসপাতালে শিশুদের টিকা খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ উষা রঞ্জন চক্রবর্তী, আরএমও ডাঃ গনেশ কুমার আগরাওল, ডাঃ ওবায়ুদর রহমান, ডাঃ আবু আহমেদ আব্দুল্লা, ওয়ার্ড মাষ্টার আরিফুল ইসলাম, অফিস সহকারী জাকির হোসেন প্রমুখ।

ফরিদপুরের সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, ফরিদপুর জেলার নয় উপজেলার মোট সোয়া তিন লাখ শিশুকে দুই হাজার একশ’ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫ শত ৪৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৮৩হাজার ৩শত ১৮জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন