শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চট্টগ্রামে আইয়ুব বাচ্চু চত্ত্বর হচ্ছে না

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম

বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড়ের নাম বদলে আইয়ুব বাচ্চু চত্ত¡র হচ্ছে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, প্রবর্তক মোড়ের নাম পাল্টানোর কোনো সিদ্ধান্ত তাদের নেই। মোড়ে শুধু আইয়ুব বাচ্চুর রূপালী গিটার স্থাপনের মাধ্যমে ইয়ং এনভায়রনমেন্ট তৈরি করা হবে। চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল ভেঙ্গে যে সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি হচ্ছে সেটিও আইয়ূব বাচ্চুর নামে হচ্ছে না। করার প্রাথমিক ঘোষণাও এসেছিল। ঐতিহ্যবাহী মুসলিম হলের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সিটি করপোরেশন। চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সারাবাংলাকে বলেন, প্রবর্তক মোড় একটি ঐতিহ্যবাহী জায়গা। এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত করপোরেশনের নেই। এই ব্যাপারে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। নাম পরিবর্তন সিটি করপোরেশনের সিদ্ধান্তে হয় না। এটি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসতে হয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
ব্লাক হোল ২৩ জুন, ২০১৯, ১:৪৪ এএম says : 0
Great
Total Reply(0)
Hasan Tareq ২৩ জুন, ২০১৯, ১:৪৫ এএম says : 0
লিজেন্ড বেঁচে থাকুক সকল গান প্রেমিদের হৃদয়ে
Total Reply(0)
মোঃ হাবিবুল্লাহ চৌধুরি ২৩ জুন, ২০১৯, ১:৪৫ এএম says : 0
আমি ভাবতেছি আইববাচ্চু মরেও শান্তি পাচ্ছে না কেন আইয়ুব বাচ্চু কি মরার আগে বলে গিয়েছিলো আইববাচ্চু সত্য বানানোর জন্য একটা কোরআনের ছবি দিয়ে আইয়ুব বাচ্চুর নামটা দিলে সেটা যদি আইয়ুব বাচ্চুর সত্য বলা হতো তাহলে খুব সুন্দর হতো
Total Reply(0)
Shafin ২৩ জুন, ২০১৯, ১:৪৬ এএম says : 0
দেশে গরীবেরা না খেয়ে মরে, আর এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি নিয়ে ভাবে!!! এই লজ্জা রাখি কোথায়
Total Reply(0)
অচেনা মানুষ ২৩ জুন, ২০১৯, ১:৪৬ এএম says : 0
কোন দরকার এটার।তার চেয়ে ওর নাজাতের জন্য দোয়া করলে ভালো হত
Total Reply(0)
MAHMUD ২৩ জুন, ২০১৯, ১০:০৫ এএম says : 0
This is not essential for people of CHITTAGONG. He was famous singer, so any museum of CHITTAGONG can keep his memory.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন