শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

১. ভারত ২. গেম ওভার ৩.খামোশি ৪. পিএম নরেন্দ্র মোদি
৫. ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড

খামোশি
চক্রি তোলেটি পরিচালিত সুপারন্যাচারাল হরর ফিল্ম।
দাম্পত্য নির্যাতন সইতে না পেরে দেবের মা দেশ ত্যাগ করে লন্ডন চলে যায় সেখানে সুরভি নামে একটি মেয়েকে সে দত্তক নেয়। মুক ও বধির সুরভি (তামান্না ভাটিয়া) বড় হয়ে বিপুল সম্পত্তির মালিক হয়। সে সিদ্ধান্ত নেয় তার সম্পদের অর্ধেক সে ভারতে একটি অনাথ আশ্রমে দান করবে। কিন্তু তা প্রতিবেশী দেসাই দম্পতি (সঞ্জয় সুরি এবং ভূমিকা চাওলা) তা মেনে নিতে পারে না। অন্যদিকে সুরভির সৎভাই দেব (প্রভু দেবা) এক মানসিক রোগের হাসপাতাল থেকে পালিয়ে লন্ডনে এসেছে, তার দাবি এই সম্পদ ও সম্পত্তির আসল উত্তরাধিকারী সে নিজে। সুরভির বাড়ির আশপাশে বেশ কয়েকটি খুন হয়। কে করছে এসব খুন? দেব নাকি দেসাই দম্পতি? শেষে বাড়ির ভেতর হানা দেয় আততায়ী। সহায়তা চায়। প্রতি মুহূর্ত আতঙ্কে কাটাতে হচ্ছে সুরভিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন