শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র্র বিমান বাহিনীর যৌথ অনুশীলন মহড়া উদ্বোধন

আইএসপিআর | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ উদ্যোগে ৬ দিন ব্যাপী যৌথ মহড়া “এক্সারসাইজ প্যাসিফিক এ্যানজেল ১৯-১” এর মূল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার লালমনিরহাট কদমতলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলাম মহড়াটির উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্ট এর এরিয়া কমান্ডার ও পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহড়ায় গ্রæপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বিমান বাহিনীর প্রায় ২৫০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার ফালমারের নেতৃৃত্বে প্রায় ১০০ জন সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন