শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আগস্টে শুরু হবে ‘স্যাক্রেড গেমস টু’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৬ এএম

নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘স্যাক্রেড গেমস’ ভক্তদের দ্বিতীয় মৌসুমের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছিল নেওয়াজউদ্দিন সিদ্দিকি এবং সাইফ আলি খান অভিনীত ‘স্যাক্রেড গেমস টু’ জুনের ২৮ তারিখ থেকে শুরু হবে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তা আর হচ্ছে না। জানা গেছে সিদ্দিকির ভাই শামাস নওয়াব সিদ্দিকির পরিচালনায় অভিষেক চলচ্চিত্র ‘বোলে চুড়িয়া’র জন্য অভিনেতা বড় সময় বরাদ্দ করে দিয়েছেন তাতে ‘স্যাক্রেড গেমস টু’র মুক্তি বিলম্বিত হবে। গত মাসে এক টিজারে আভাস দেয়া হয়েছে ‘স্যাক্রেড গেমস টু’তে কল্কি কেকলাঁ এবং রণবীর শোরেকে নেয়া হয়েছ, কিন্তু সে সময়ও সিরিজের মুক্তির তারিখ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সূচনা মৌসুম পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মোটওয়ানে। অনুরাগ এবারও গ্যাংস্টার গণেশ গাউতোন্ডের (সিদ্দিকি) ফ্ল্যাশব্যাক পরিচালনা করছেন আর মোটওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন নীরাজ ঘাইওয়ান; তিনি সারতাজের (সাইফ) ফ্ল্যাশ-ফরওয়ার্ড অংশ পরিচালনা করেছেন। বর্তমান কাহিনীতে গাইতোন্ডেকে কেনিয়াতে প্রতিষ্ঠিত হতে দেখা যাবে এবং তার তৃতীয় বাবা গুরুজির (পঙ্কজ ত্রিপাঠী) ভূমিকা দেখান হবে। আর এলনাজ নওরোজির ভূমিকায় জোয়া মির্জাকে আবার দেখা যাব। আশা করা হচ্ছে আগস্টের শেষে ‘স্যাক্রেড গেমস টু’ শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন