সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাাবিব দুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল সোমবার সংস্থার উপ-সহকারি পরিচালক শাহজাহান মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, দুলু বিএনপি নেতৃত্বাধীন সরকার আমলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলে টেন্ডার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। অবৈধভাবে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন-মর্মে অভিযোগ রয়েছে। অভিযোগটি প্রাথমিক বাছাইয়ে ‘অনুসন্ধান যোগ্য’ বিবেচিত হওয়ায় আমলে নেয় দুদক। উল্লেখ্য. লালমনির হাট-৩ আসনের সাবেক এই এমপি’র বিরুদ্ধে দুদক ইতিপূর্বেও একাধিক মামলা করে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন