শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২৬ জুলাই বাচসাস-এর নির্বাচন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঐহিত্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। গত বৃহ¯পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে দ্বিবার্ষিক এই নির্বাচনের তারিখ জানানো হয়। বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামানের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। নির্বাচনে আগ্রহীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই রাত দশটা পর্যন্ত। ৭ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ৮ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র সংগ্রাহকরা চাইলে তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ও ১০ জুলাই। চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই রাত ৮টায়। ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে ভোটগ্রহণ বিরতি। উল্লেখ্য, চলতি বছর বাচসাস প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তৎকালীন চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি। দেশ স্বাধীন হওয়ার পর তা পরিবর্তন করে করা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক (বাচসাস)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন