জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর শারীরিক অবস্থা ক্রমে উন্নতির দিকে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থাায় থাকা বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচ এর দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের সাথে আলাপ করে এমনই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
বিবৃতিতে বিরোধীদলীয় উপনেতা সিএমএইচ এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, শারীরিক অবস্থাার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রæত সুস্থ হয়ে উঠবেন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন