শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গান শিখছেন এরশাদ পুত্র এরিক, শেখাচ্ছেন নোলক বাবু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ গান শিখছেন। এরিক গায়ক হতে চান। তাকে গান শেখাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু। তিন মাস ধরে এরিককে গান শেখাচ্ছেন তিনি। এরিকের কণ্ঠে ইতোমধ্যে দুটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। নোলক বলেন, একটি গান মা নিয়ে, অন্যটি পুরোপুরি ভিন্ন ধাচের। মোট ১০টি গান নিয়ে এরিকের একটি অ্যালবাম করা হবে। জানা যায়, এরিকের পছন্দের শিল্পীদের মধ্যে একজন নোলক বাবু। এক বন্ধুর মাধ্যমে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় গিয়েছিলেন নোলক। তখন দেখা হয় এরিকের সঙ্গে। তখন তিনি গান শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। নোলক বলেন, এরিক আমাকে জানায়, সে আমার গানের ভক্ত। ফলে তার সঙ্গে আমার তখনই সখ্য গড়ে ওঠে। এ থেকেই গান শেখানো শুরু। নোলক বলেন, বিদিশা ম্যাডামকে আমি মা বলতাম। তিনি আমাকে বললেন, এরিককে গান শেখাতে। এটা মাস তিনেক আগের ঘটনা। ওইদিনের পরে আমি এরিককে গান শেখানো শুরু করি। প্রেসিডেন্ট পার্কে আমি যাওয়া শুরু করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন