শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবার অর্থদণ্ড

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৫:৪৪ পিএম

সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে একমাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার চককোবদাসপাড়া মহল্লার আছেদ আলীর বাড়িতে তার মেয়ে আঁখি খাতুনের সাথে রাণীগ্রাম মহল্লার ফিরোজ শেখের ছেলে আবদুল মমিনের(১৭) বিয়ের আয়োজন চলছিল। এমন গোপন সংবাদেরভিত্তিতে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে কাজী কৌশলে পালিয়ে যান। এসময় বরের ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন