বিনোদন ডেস্ক : আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘থ্রি সিস্টার্স’। আশুতোষ সুজন ও শেখ কোরাশানি-এর রচনা ও আশুতোষ সুজন-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, নিলয়, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, তুষ্টি, সুজানা, তানজিন তিশা, সাফা কবির, তারিন রহমান, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, সালমান মোক্তাদির, শামীমা নাজনীন, গীতা দি, বাপ্পী আশরাফ, আনিসুল হক বরুণ, শহীদুল আলম প্রমুখ। বাংলাদেশের তিন জেলা থেকে ঢাকা শহরে তিনজন মেয়ে পড়াশোনা করতে আসে। তাদের জীবনে ঘটে যায় নানা ধরনের ঘটনা। তিনজন তিন জেলা থেকে আসলেও তারা একে অপরের সহযাত্রী হয়ে যায়। এই সব নিয়ে ধারাবাহিক থ্রি সিস্টার্স-এর গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন