বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল প্রথমবারের মতো চলচ্চিত্রের ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে জড়িত হলেন। রাশিদ পলাশের নির্মাণাধীন ‘প্রীতিলতা’ নামের একটি সিনেমায় তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে যুক্ত হয়েছেন। সচেতন অনেকেই আইকন হিসেবে দেখেন। তার খ্যাতি পৃথিবী জুড়ে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী যোদ্ধা প্রীতিলতার জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। তার জীবনের গল্প নিয়েই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন গোলাম রাব্বানী। পূর্ণ ফিল্মের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে। বিবি রাসেল বলেন, এটা খুবই ভালো একটা কাজ হতে যাচ্ছে। আমি নিজেও চট্টগ্রামের মেয়ে। প্রীতিলতা সংগ্রামী নারীর প্রতিনিধিত্বকারি একটি চরিত্র। এ চলচ্চিত্রে কসটিউমের খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই কাজটি করছি। আগামী সেপ্টেম্বর নাগাদ চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা রয়েছে। অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, এর আগে গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ চলচ্চিত্রে বাউল চরিত্রে অভিনয় করেছিলেন বিবি রাসেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন