শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ব্রায়েন সিঙার পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স’। ‘এক্স-মেন : ডেজ অফ ফিউচার পাস্ট’ (২০১৪), ‘জ্যাক দ্য জায়েন্ট স্লেয়ার’ (২০১৩), ‘লোগ্যান’স রান’ (২০১২), ‘ভ্যালকাইরি’ (২০০৮), ‘সুপারম্যান রিটার্নস’ (২০০৬), ‘এক্সটু : এক্স-মেন ইউনাইটেড’ (২০০২) এবং ‘অ্যাপ্ট পিপল’ (১৯৯৮) সিঙার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র।
এন সাবা নুর ওরফে অ্যাপোক্যালিপ্স (অস্কার আইজাক) কয়েক হাজার বছর আগে মিশর শাসন করত। সে ছিল পৃথিবীর প্রথম মিউটেন্ট। ক্ষমতার কারণে তাকে অনেকে দেবতা মনে করে পূজা করত। দীর্ঘ জীবনে সে অন্যসব মিউটেন্টদের ক্ষমতা নিজের মধ্যে নিয়ে পরম শক্তিশালী এবং অমরে পরিণত হয় তার সঙ্গে সবসময় থাকে ফোর হর্সমেন। একসময় তার উপাসকদের একদল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে এক সমাধিতে বন্দী করে এবং ফোর হর্সমেনকে ধ্বংস করে ফেলে। ১৯৮৩ সালে তাকে সমাধি থেকে জাগিয়ে তোলা হয়। বিশ্বে অরাজকতা দেখে সে বিচলিত হয়ে পড়ে এবং পুরো মানবজাতি আর মিউটেন্টদের ধ্বংস করে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। তার পাশে দাঁড়ায় সদ্য বিপতœীক ম্যাগনিটো (মাইকেল ফাসবেন্ডার) এবং তা পক্ষের কিছু মিউটেন্ট। মানব সভ্যতাকে এই বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে চার্লস যেভিয়ার ওরফে প্রফেসর এক্স (জেমস ম্যাকঅ্যাভয়), রেভেন (জেনিফার লরেন্স) আর বেশ কয়েকজন তরুণ মিউটেন্ট দলবদ্ধ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন