১৯৯২ সালের মে মাসে মুক্তি পেয়েছিল আজিজুর রহমান পরিচালিত সিনেমা ‘দিল’। এতে জুটি হয়ে অভিনয় করেছিলেন শাবনাজ ও নাঈম। আরও অভিনয় করেছিলেন শবনম, আফসানা মিমি। এটি ছিল মিমির প্রথম সিনেমা। সিনেমাটিতে নাঈম ও মিমি ভাই বোনের চরিত্রে এবং তাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। সিনেমাটি মুক্তির পর দারুণ ব্যবসা সফল হয়েছিলো। তবে সিনেমা মুক্তির ২৭ বছর পেরিয়ে গেলেও শবনম, নাইম, শাবনাজ ও আফসানা মিমি কখনো একসাথে হননি। অবশেষে শাবনাজের আহ্বানে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরায় নাঈম শাবনাজের বাসভবনে এক ঘরোয়া আড্ডায় অংশ নেন ‘দিল’র প্রধান চার অভিনয়শিল্পী শবনম, নাইম-শাবনাজ ও আফসানা মিমি। শবনম বলেন, ‘দীর্ঘদিন ধরে নাঈম ও শাবনাজ আমন্ত্রণ জানাচ্ছিল। নানা ব্যস্ততার কারণে সময় বের করা হয়ে উঠছিল না। এবার সময় বের করেন তাদের সঙ্গে মিলিত হতে পেরেছে। তাদের দুই সন্তান নামিরা ও মাহদিয়ার সঙ্গে দেখা হয়েছে। মাহদিয়া গান গেয়ে শুনিয়েছে। আর ফেলে আসা দিনের নানান গল্পে আমরা মেতে উঠেছিলাম। ভাবতেই অবাক লাগে যে জীবন থেকে দিল’র সময় থেকে এখন পর্যন্ত ২৭টি বছর পেরিয়ে গেছে। অনেকদিন পর প্রাণখুলে আড্ডা দিয়ে কী যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশের নয়।’ শাবনাজ ও নাঈম বলেন, ‘শবনম আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। তারসঙ্গে একই সিনেমায় কাজ করতে পেরেছি, এটা আমাদের অর্জন। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এটাই অনেক বড় পাওয়া।’ আফসানা মিমি বলেন, ‘দিল আমার প্রথম সিনেমা। তাই এই সিনেমার সাথে সম্পৃক্ত সবার সঙ্গেই বলা যায় আমার আবেগজনিত এক সম্পর্ক। দিল আমার হৃদয় থেকে কোনদিনও মুছে যাবেনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন