শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে দুই হোটেল ও ডেন্টাল ক্লিনিকে ৯০হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ৯:০৭ পিএম

টাঙ্গাইলের সখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুই হোটেল মালিক ও লাইসেন্স না থাকায় দুই ডেন্টাল ক্লিনিক মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার(০১.০৭.১৯ইং) দুপুরে সখিপুর পৌর শহরে তালতলাচত্বরে সাজ্জাত ও ধানসিঁড়ি হোটেলে এবং উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তার চালা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, পৌরশহরের সাজ্জাত হোটেলের মালিক রাসেল আহম্মেদ ও ধানসিঁড়ি হোটেল মালিক সোহেল রানা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই দুই হোটেলে অভিযান চালায়। এদিকে তক্তারচালা বাজারে জয়িতা ও তোফাজ্জল নামের দুই ডেন্টাল ক্লিনিকের লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করায় সাজ্জাত হোটেল মালিককে ৫০ হাজার ও ধানসিঁড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে তক্তারচালা বাজারে জয়িতা ডেন্টালের মালিক কার্তিক চন্দ্র সরকারকে ১৫ হাজার এবং তোফাজ্জল ডেন্টালের মালিক তোফাজ্জল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন