সিটি ব্যাংক ফিনান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন-এর ‘উইমেন’স মার্কেট চ্যাম্পিয়ন নিউ প্রোগ্রাম’ পুরষ্কারে ভূষিত হয়েছে। সম্প্রতি প্যারিসে আয়োজিত প্রতিষ্ঠানটির বার্ষিক সভায় এই পুরষ্কার প্রদান করা হয়। মঙ্গলবার (২ জুলাই) এক বিবৃতিতে ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয। সিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন পুরষ্কারটি গ্রহণ করেন। সিটি ব্যাংকের সম্ভাবনাময় ব্যাংকিং সার্ভিসসমূহের তালিকায় সর্বশেষ সংযুক্তি, বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘সিটি আলো’ ব্যাংককে এই সম্মাননা এনে দেয়। গুলশানে অবস্থিত সিটি আলো-র প্রধান কার্যালয়ে রয়েছে একটি সুবিশাল মাল্টিপারপাস হল, যেখানে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি রয়েছে আরও ৩০টি শাখা, যেখানে নারীদেরকে বিভিন্ন প্রকার ব্যাংকিং প্রোডাক্ট ও সুবিধা প্রদান করা হয়।
ফিনান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা প্রধানত বিশ্বব্যাপী নারীদের আর্থিক সক্ষমতা, সমতা ও স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। আইএফসি, এফএমও ও আইডিআরসি-র মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে এক জোটে কাজ করে এই প্রতিষ্ঠানটি বিশ্বের নারীদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন