শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

এশিয়ান ব্যাংকিং এন্ড ফাইন্যান্স’র ‘সিন্ডিকেটেড লোন অফ দি ইয়ার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০১৯’ অর্জন সিটি ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ৫:১৭ পিএম

এশিয়ান ব্যাংকিং এন্ড ফাইন্যান্স-এর ‘সিন্ডিকেটেড লোন অফ দি ইয়ার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার অর্জন করেছে সিটি ব্যাংক। সিঙ্গাপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এই পুরস্কার গ্রহণ করেন। মঙ্গলবার (২৩ জুলাই) সিটি ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাঙ্কো এনার্জি জেনারেশন লিমিটেডের জন্য ৫১ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রা ঋণ সংস্থান করার স্বীকৃতিস্বরূপ সিটি ব্যাংককে এই পুরস্কার প্রদান করা হয়। মুন্সিগঞ্জে অবস্থিত ৫৩ দশমিক ৯৭ মেগাওয়াটের এইচএফও ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট ডোরিন গ্রুপের মালিকানাধীন।

এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স একটি বিশেষায়িত ম্যাগাজিন, যা এশীয় অঞ্চলের প্রগতিশীল অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করে। ২০১২ সাল থেকে এই ম্যাগাজিনটি অত্যন্ত দক্ষতার সাথে এশীয় অঞ্চলের হোলসেল ব্যাংকিং সেক্টরে বাজারের চিত্র তুলে ধরার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন