ডায়েল রহমান পরিচালিত ঐতিহাসিক প্রেক্ষাপটের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ফরায়েজী আন্দোলন ১৮৪২। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে সিনেমাটির শূটিং শুরু হয়। দীর্ঘ সাত বছর পর সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়। ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। শুরুতে এর নাম ছিল দুদু মিয়া। সেন্সরে জমা দেয়ার আগে নাম পরিবর্তন করা হয়। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। তার বিপরীতে অভিনয় করেন সম্প্রতি অভিনয় থেকে বিদায় নেয়া নওশীন। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন