শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ফাহমিদা ও টুটুলের গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

আগামী ১৬ আগস্ট ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড মরহুম আইয়ুব বাচ্চুর জন্মদিন। তার জন্মদিনকে সামনে রেখে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি করা হয়েছে একটি গান। গানটির নাম ‘মেনে নেওয়া যায় না’। গানটি গেয়েছেন ফামমিদা নবী ও এস আই টুটুল। ‘না এভাবে মেনে নেওয়া যায় না, তোমার চলে যাওয়া, এই রূপালি গিটার ফেলে চলে একেলা’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন লন্ডনপ্রবাসী তিতাস কাজী। ফাহমিদা নবী বলেন, আমাদের সংগীতাঙ্গনে আইয়ুব বাচ্চুর ভ‚মিকার কথা সবার জানা। ব্যান্ডসংগীতকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করেছি। গানটির দুটি ভার্সন প্রকাশ হবে। এর মধ্যে একটি ভার্সন আমার কণ্ঠে শুনবেন শ্রোতারা। অন্য ভার্সনটি গেয়েছেন এস আই টুটুল। আশা করি, সবার ভালো লাগবে গানটি। এস আই টুটুল বলেন, বাচ্চু ভাই ছিলেন আমার সংগীতের শিক্ষকতুল্য । তার কাছ থেকে সংগীতের অনেক কিছুই শিখেছি। একটি ফুল যেভাবে ফোটে, তার সান্নিধ্যে আমি সেভাবে ফুটেছি। একসঙ্গে ব্যান্ড করেছি। বাচ্চু ভাইকে জড়িয়ে আমার অনেক স্মৃতি। সেই অনুভ‚তি ও আবেগের জায়গা থেকে গানটি গেয়েছি। আইয়ুব বাচ্চুর জন্মদিনে গানটির দুটি ভার্সনের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন