মাদারীপুরের শিবচরে ২ বাড়িতে ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ ২ ডাকাত ও ২ স্বর্ণব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত শনিবার রাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের কাইয়ুম চৌধুরীর বাড়িতে ও পাশ^বর্ত্তী দত্তপাড়া ইউনিয়নের প্রবাসী সিরু মুন্সীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল গৃহকর্তা কাইয়ুম চৌধুরীকে কুপিয়ে গুরুতর জখম করে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও একটি বন্দুক লুট করে নিয়ে যায়।
আর সিরু মুন্সী (মালয়েশিয়া প্রবাসী) ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে নগদ ৭০ হাজার টাকা, ৫/৬ ভরি স্বর্ণ লুট করে। এ ঘটনায় সিরু মুন্সী বাদী হয়ে শিবচর থানায় মামলা করেন। এরপর শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, এসআই খলিল মুন্সি ও রিপন মোল্লার নেতৃর্ত্বে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে মোটরসাইকেল চালক সজিব শেখকে গোপালগঞ্জের মুকসেদপুরের দিকনগর থেকে আটক করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন