বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালামাল লুট আটক ১

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের নুর মিয়ার বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় জনতা আল আমিন নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধৃত ডাকাত সদর থানার উচাইল গ্রামের নানু মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে হরিতলা গ্রামে নুর মিয়ার বাড়িতে সংঘবদ্ধ একটি ডাকাত দল হানা দিয়ে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকত দলের হামলায় নুর মিয়ার ছেলে মোশাইদ (১৮) গুরুতর আহত হয়। তাকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের সোর-চিৎকারে প্রতিবেশীরা এলাকা ঘেরাও করে আল আমিনকে নামের এক ডাকাতকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, জনতার সহায়তায় আটক ধৃত ডাকাত আল আমিনকে ডাকাতির মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। ‘সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মো. মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএফএ এম শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা মো. আতিকুল হক, ইউ/পি চেয়ারম্যন মো. আপন মিয়া, আরিফুর ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৃষিকেশ ভট্টাচার্য্য প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন