নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা এলাকায় খোরশেদ আলমের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাত দল ৮ ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা, একটি ক্যামেরা ও মোবাইল ফোন লুটে নেয়। এ সময় ডাকাতের মারধরে গৃহকর্ত্রী সেলিনা বেগম আহত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খোরশেদ আলমের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। পরিবারের এক সদস্য বাইরের বাথরুমে যাওয়ার কারণে ওই সময় ঘরের পেছনের দরজা খোলা ছিল। এ সুযোগে ৬/৭ জনের ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার চাবি নিয়ে ৮ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতদের কাছে দু’টি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পুলিশের দাবি ডাকাতি নয়, খোরশেদ আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন