সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পাঁচদিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামীকাল শনিবার তিনি ঢাকা থেকে রওনা হবেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকাল সংস্থার সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র সফরের সময় সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশনসের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ জুলাই দেশে ফিরে আসবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন