শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার রেডিও জকি হিসেবে আসছেন পড়শী

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনয়, মডেলিংয়ের পর এবার রেডিও জকি (আরজে) হিসেবে আত্মপ্রকাশ করছেন সঙ্গীতশিল্পী পড়শী। বেসরকারি রেডিও স্টেশন জাগো ৯৪.৪ এফএম এর একটি অনুষ্ঠানে নিয়মিত কথাবন্ধুর আসনে বসবেন তিনি। অনুষ্ঠানটির নাম ব্রেভার প্রেজেন্টস ‘পড়শী নাইটস অন্য রকম ফিলিংস’। ইতোমধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাগো নিউজকে পড়শী বলেন, খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো এটা ভেবে। তাছাড়া আমার ভক্তদের সঙ্গে এর মাধ্যমে সরাসরি কথা বলতে পারবো, তাদের পাঠানো ক্ষুদে বার্তার উত্তর দিতে পারবো। এছাড়াও গানের অনুরোধ তো থাকবেই। আশা করছি সবমিলিয়ে চমৎকার একটি অনুষ্ঠান হবে এটি। আগামীকাল থেকে প্রতি রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পড়শীর সঞ্চালনায় চলবে অনুষ্ঠানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন