সম্ভবত ‘জেমস বন্ড’ চলচ্চিত্রের পরিচালক হিসেবে সিরিজের এ যাবত কালের ভক্তদের মধ্যে স্যাম মেন্ডিসের মত আকাক্সিক্ষত আর কেউ নেই। কিন্তু সবাইকে নিরাশ করে পরিচালক জানিয়েছেন তিনি আর এই চলচ্চিত্র সিরিজের আগামী পর্বে থাকছেন না।
সম্প্রতি এক সাহিত্য উৎসবে ৫০ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতাটি বলেছেন, “এটা ছিল এক অসাধারণ অভিযাত্রা” তিনি গার্ডিয়ানকে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন, “এর প্রতিটি বিন্দু উপভোগ করেছি”।
“তবে আমি মনে করি এখন অন্য কারও এই কাজ করা সুযোগ দেয়া দরকার,” মেন্ডিস বলেন। তিনি ‘অ্যামেরিকান বিউটি’ এবং ‘রেভোলিউশনারি রোড’-এর মত নন্দিত চলচ্চিত্রও পরিচালনা করেছেন। তিনি মনে করেন কোনও এক অজানা দিক থেকে পরের বন্ড পরিচালকের আগমন হবে।
স্যাম মেন্ডিস ‘জেমস বন্ড’ সিরিজের ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টার’ (২০১৫) চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন