শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘দ্য মাস্ক’ রচয়িতা নারী-কেন্দ্রিক রিমেকের আভাষ দিলেন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

এক সাক্ষাতকারে ‘দ্য মাস্ক’ কমিক্সের রচয়িতা মাইক রিচার্ডসন জানিয়েছেন নারী-কেন্দ্রিক রিমেকে একজন অভিনয়শিল্পীর কথা ভেবে রেখেছেন, তবে তাকে পাওয়া খুব কঠিন হবে বলে তিনি উল্লেখ করেছেন। ‘দ্য মাস্ক’ কমিক্সের স্রষ্টা এবং প্রকাশক ডার্ক হর্স কমিক্সের প্রতিষ্ঠাতা মাইক রিচার্ডসন প্রকাশ করেছেন নারী-কেন্দ্রিক চলচ্চিত্রটি নিয়ে তিনি বেশ কয়েকটি প্লট স্থির করেছেন। ফর্বস সাময়িকীকে এক সাক্ষাতকারে রিচার্ডসন জানিয়েছেন তারা একজন অভিনেত্রীর কথা ভেবেছেন তবে তার ধারণা তাকে রাজি করাতে বেশ কাঠখড় পোড়াতে হবে। “একজন ভাল ফিজিক্যাল কমেডিয়ান লাগবে আমাদের। একজনের কথা আমার মনে আছে, আমি এখনই তার নাম বলব না। এই বিশেষ অভিনেত্রীটিকে রাজি করাতে খাটতে হবে, তবে আমরা চেষ্টা করব। জানি না ভবিষ্যতে কী লেখা আছে। কাহিনী নিয়ে বেশ কিছু ধারণা স্থির করা আছে,” তিনি বলেন। ১৯৯৪ সালের মূল ‘দ্য মাস্ক’ জিম ক্যারি অভিনয় করেছিলেন। জেমি কেনেডির অভিনয়ে এর সিকুয়েল ‘সান অফ দ্য মাস্ক’ মুক্তি পায় ২০০৫ সালে। ক্যামেরন ডিয়াজের সহাভিনয়ে মূল ফিল্মটি ব্যাপক প্রশংসা লাভ করে আর দ্বিতীয়টি একেবারেই আবেদন সৃষ্টি করতে পারেনি।
(‘দ্য মাস্ক’-এর একটি দৃশ্যে জিম ক্যারি এবং ক্যামেরন ডিয়াজ)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন