শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রাজধানীর পরিচ্ছন্নতা অভিযানে মিম

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এতে শোবিজ অঙ্গনের তারকাদের অংশগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে মেয়র সাইদ খোকনের আমন্ত্রণে অংশ নেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসহ বেশ কয়েকজন তারকা। গত মঙ্গলবার মেয়র সাইদ খোকনের আহŸানে সাড়া দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মিম। নগর জুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া প্রসঙ্গে মিম বলেন, এই শহর আমার, আপনার, সকলের। আমরাই পারি আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখতে। নিজের দায়িত্ববোধ থেকেই ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সঙ্গে আমরা অভিযানে অংশগ্রহণ করেছি। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি চলচ্চিত্র তারকাদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। এতে অংশ নয়েছিলেন নিপুণ, মীর সাব্বিরসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন