গত শুক্রবার ‘মালাল’, ‘ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড’ এবং ‘হামে তুমসে পেয়ার কিতনা’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। যেমন ধারণা করা হয়েছিল প্রথম ফিল্মটিই আয়ে সবচেয়ে এগিয়ে আছে, আর তাও যে খুব সন্তোষজনক তা নয়। ‘মালাল’ জাভেদ অভিনেতা জাফরি জাফরির ছেলে মিজান জাফরি এবং সঞ্জয় লিলা ভানসালির ভাগ্নি শারমিন ত্রিপাঠির অভিষেক চলচ্চিত্র। মঙ্গেশ হাড়াওয়ালে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অন্য দুই ভূমিকায় অভিনয় করেছেন সমীর ধর্মাধিকারী এবং অঙ্কুশ বিশ্ট। ফিল্মটি সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছেন ২.২৫ কোটি রুপি। ফিল্মটি মোটামুটি প্রশংসা পেয়েছে। সমালোচকরা একে পাঁচে তিন থেকে সাড়ে তিন তারকা দিয়েছে। ললিত মোহন পরিচালনা করেছেন রোমান্স ড্রামা ‘হামে তুমসে পেয়ার কিতনা’। ফিল্মটিতে অভিনয় করেছেন করণবীর বোহরা, প্রিয়া ব্যানার্জি, সামীর কোচ্ছার এবং মহেশ বলরাজ। মঙ্গলবার পর্যন্ত ফিল্মটির আয় ১ কোটি রুপির কম। ক্রাইম ড্রামা ‘ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড’ পরিচালনা করেছেন অশোক নন্দ।এতে অভিনয় করেছেন অনুপম খের, এশা গুপ্ত, কুমুদ মিশ্র, জাকির হুসেন, রাজেশ শর্মা, মুরলি শর্মা, দীপশিখা, জারিনা ওয়াহাব এবং অলোক পান্ডে। আয় ‘হামে তুমসে পেয়ার কিতনা’র চেয়েও কম। ‘কবির সিং’এর আয় ২৪০ কোপ রুপি ছাড়িয়েছে। ‘আর্টিকল ফিফটিন’ বো পর্যন্ত আয় করেছে ৪০ কোটি রুপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন