স্টাফ রিপোর্টার : সম্প্রতি প্রকাশিত হয়েছে মোস্তাক আহমেদের সঙ্গীত পরিচালনায় অডিও অ্যালবাম ‘সুরে সুরে দুই বাংলা’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু, জোজো ও শাওন চৌধুরী। গত ১ জানুয়ারি অ্যালবামটি দুই বাংলায় একসঙ্গে প্রকাশিত হয়। ইতোমধ্যে অ্যালবামটি ব্যাপক সাড়া জাগিয়েছে। এটি একটি নতুন রেকর্ড বলে মোস্তাক আহমেদ জানান। তিনি জানান, এর আগে গত বছরের জুনে ‘স্বপ্ন কুড়াই আকাশে’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশ করেছিলাম। এতে গান গেয়েছিলেন ভারতের অনুরাধা পাডওয়াল, অলকা ইয়াগনিক, মিতালী মুখার্জী ও শাওন চৌধুরী। এই অ্যালবামটিও ব্যপকভাবে সমাদৃত হয়। এবার ‘সুরে সুরে দুই বাংলা’ অ্যালবামটি করেও ব্যাপক সাড়া পেয়েছি। আমি মনে করি, এতে বাংলাদেশের ভাবমর্যাদা বিদেশের মাটিতেও বৃদ্ধি পেয়েছে। অ্যালবামটির গান রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ভাগিরথী নাথ, মনজুর উল আলম চৌধুরী, লিয়াকত আলী বিশ্বাস ও ওসমান শওকত। এটি প্রকাশ করেছে রাগা মিউজিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন