শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিয়ে করলেন ইশানা খান

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

বিয়ে করলেন টিভি অভিনেত্রী মুখ ইশানা খান। পাত্র অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরী। গত ১০ জুলাই বাদ আছর গুলশান আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিফ ও ইশানার আকদ সম্পন্ন হয়। পরে রাতে রাজধানীর বনানী ক্লাবে ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইশানা জানান, আগামী কয়েকমাস পর বড় পরিসরে তাদের দু’জনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তার বর সারিফ চৌধুরী ২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়ার ব্রডব্যান্ড নেটওয়ার্ক (এনবিএন)’এর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। সারিফের বাবা মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। কিছুদিন আগে সারিফ দেশে আসেন। সারিফ ও ইশানার আগে থেকেই পরিচয় ছিল। ইশানা বলেন, ‘যেহেতু অনেকটাই হঠাৎ করেই এই বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। আমার খুব কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। সুন্দর মনের মানুষ সারিফকে আমি আমার জীবনে পেয়ে আমি খুব সুখী। আমি খুব ভালো আছি। আল্লাহ যেন আমাদের সারাজীবন একসঙ্গে ভালোভাবে থাকার তৌফিক দান করেন এই দোয়াই চাই সবার কাছে।’ সারিফ বলেন,‘ ইশানাকে আমার জীবনে পেয়ে আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। সবার দোয়া ছিল বলেই সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন হলো। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ATAUR RAHMAN ১৩ জুলাই, ২০১৯, ৬:৩৩ এএম says : 0
ইসলামের বিষয়ে আমরা অনেক পিছনে পরে আছি মৌলিক বিষয়ে বেশি বেশি থাকা উচিৎ দিন কায়েম সনপর্কে
Total Reply(0)
Muhammad ১৩ জুলাই, ২০১৯, ২:৫০ পিএম says : 0
আল্লাহতায়ালার সাহায্য পেতে হলে আমাদের গোনাহের কাজ ছাড়তে হবে
Total Reply(0)
Muhammad ১৩ জুলাই, ২০১৯, ২:৫১ পিএম says : 0
আল্লাহতায়ালার সাহায্য পেতে হলে আমাদের গোনাহের কাজ ছাড়তে হবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন